Charonodhwoni Shuni

চরণধ্বনি শুনি তব, নাথ, জীবনতীরে
কত নীরব নির্জনে কত মধুসমীরে
চরণধ্বনি শুনি তব, নাথ, জীবনতীরে
কত নীরব নির্জনে কত মধুসমীরে
চরণধ্বনি শুনি তব, নাথ

গগনে গ্রহতারাচয় অনিমেষে চাহি রয়
গগনে গ্রহতারাচয় অনিমেষে চাহি রয়
ভাবনাস্রোত হৃদয়ে বয় ধীরে একান্তে ধীরে

চরণধ্বনি শুনি তব, নাথ

চাহিয়া রহে আঁখি মম তৃষ্ণাতুর পাখিসম
শ্রবণ রয়েছি মেলি চিত্তগভীরে
চাহিয়া রহে আঁখি মম তৃষ্ণাতুর পাখিসম
শ্রবণ রয়েছি মেলি চিত্তগভীরে
কোন শুভপ্রাতে দাঁড়াবে হৃদিমাঝে
ভুলিব সব দুঃখ সুখ ডুবিয়া আনন্দনীরে

চরণধ্বনি শুনি তব, নাথ, জীবনতীরে
কত নীরব নির্জনে কত মধুসমীরে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link