Feluda Pherot Title Song (From "Feluda Pherot")

কে কোথায় আছে শত্রু চেনা?
ফের শুরু হলো খোঁজ
যায় সময় তবু ধার কমে না
তার যে অস্ত্র মগজ

ফের ছুটে চলা এদেশ-ওদেশ
ঠিক খুলে যাবে জট
ফের সময়মত solve হবে case
দুষ্টু লোক speakty not

জটায়ু জুটে যান তোপসে ঝাঁপায়
আর সাহসে বাসা বাঁধে জেদ
জমেছে কতশত টানটান অপেক্ষা
এবার রহস্য ভেদ

তাই ঘনালে অন্ধকার
নেই কারোর ভয় পাবার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার

তাই ঘনালে অন্ধকার
নেই কারণ ভয় পাওয়ার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার

পুড়েছে কাঠ-খড় বহু
তবু কাঠমান্ডুতে কেন চুপিচুপি পিছু নিল ভয়?
আকাশে মেঘ মেঘ মেঘরা যে
হাসিমুখে বন্ধু সাজে, এ কেমন দুঃসময়?

হাজারীবাগে যদি বাঘে ধরে
অভিশাপে ভর করে
কেইবা জানে কি থেকে কি হয়?

পারাম পারাম পারা যে
রাম্পা রাম্পা রাম্পারা যে
রাম্পা জেনো ধাপ্পা ঠিকই দেবে সময়

সে যত ধূর্ত লোকই হোক
শানানো আছে চোখ
নেই উপায় পার পেয়ে যাবার

তাই ঘনালে অন্ধকার
নেই কারোর ভয় পাবার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার

তাই ঘনালে অন্ধকার
নেই কারণ ভয় পাওয়ার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার

তাই ঘনালে অন্ধকার
নেই কারণ ভয় পাওয়ার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার

তাই ঘনালে অন্ধকার
নেই কারণ ভয় পাওয়ার
গল্প নিয়ে ফেলুদা ফিরছে আবার



Credits
Writer(s): Joy Sarkar, Srijato Bandyopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link