Probhate Bimalo

প্রভাতে বিমল আনন্দে
বিকশিত কুসুমগন্ধে
বিহঙ্গমগীত ছন্দে
তোমার আভাস পাই
প্রভাতে বিমল আনন্দে

জাগে বিশ্ব তব ভবনে
প্রতিদিন নব জীবনে
জাগে বিশ্ব তব ভবনে
প্রতিদিন নব জীবনে
অগাধ শূন্য পূরে কিরণে
খচিত নিখিল বিচিত্র বরনে
বিরল আসনে বসি
তুমি সব দেখিছ চাহি

প্রভাতে বিমল আনন্দে

চারিদিকে করে খেলা
বরন কিরণ জীবন মেলা
কোথা তুমি অন্তরালে
অন্ত কোথায়, অন্ত কোথায়
অন্ত তোমার নাহি নাহি

প্রভাতে বিমল আনন্দে
বিকশিত কুসুমগন্ধে
বিহঙ্গমগীত ছন্দে
তোমার আভাস পাই
প্রভাতে বিমল আনন্দে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link