Aami Sandhya Diper

আমি সন্ধ্যাদীপের শিখা
আমি সন্ধ্যাদীপের শিখা
অন্ধকারের ললাট-মাঝে পরানু রাজটিকা
আমি সন্ধ্যাদীপের শিখা

তার স্বপনে মোর আলোর পরশ
জাগিয়ে দিল গোপন হরষ
স্বপনে মোর আলোর পরশ
জাগিয়ে দিল গোপন হরষ
অন্তরে তার রইল আমার প্রথম প্রেমের লিখা

আমি সন্ধ্যাদীপের শিখা

আমার নির্জন উৎসবে
অম্বরতল হয় নি উতল পাখির কলরবে
আমার নির্জন উৎসবে
অম্বরতল হয় নি উতল পাখির কলরবে

যখন তরুণ রবির চরণ লেগে
নিখিল ভুবন উঠবে জেগে
তরুণ রবির চরণ লেগে
নিখিল ভুবন উঠবে জেগে
তখন আমি মিলিয়ে যাব ক্ষণিক মরীচিকা

আমি সন্ধ্যাদীপের শিখা
আমি সন্ধ্যাদীপের শিখা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link