Ogo Tomra Sobai

ওগো, তোমরা সবাই ভালো
ওগো, তোমরা...
যার অদৃষ্টে যেমনি জুটেছে
ওগো, সেই আমাদের ভালো
ওগো, সেই আমাদের ভালো
ওগো, তোমরা সবাই ভালো
ওগো, তোমরা...

আমাদের এই আঁধার ঘরে
আঁধার ঘরে সন্ধ্যাপ্রদীপ জ্বালো

ওগো, তোমরা সবাই ভালো
ওগো, তোমরা...

কেউ বা অতি জ্বলো-জ্বলো
কেউ বা ম্লান ছলো-ছলো
কেউ বা কিছু দহন করে
কেউ বা স্নিগ্ধ আলো
ওগো, কেউ বা স্নিগ্ধ আলো

ওগো, তোমরা সবাই ভালো
ওগো, তোমরা...

নূতন প্রেমে নূতন বধূ
আগাগোড়া কেবল মধু
পুরাতনে অম্ল-মধুর
একটুকু ঝাঁঝালো
ওগো, একটুকু ঝাঁঝালো

ওগো, তোমরা সবাই ভালো
ওগো, তোমরা...

বাক্য যখন বিদায় করে
চক্ষু এসে পায়ে ধরে
রাগের সঙ্গে অনুরাগে
সমান ভাগে ঢালো
ওগো, সমান ভাগে ঢালো

ওগো, তোমরা সবাই ভালো
ওগো, তোমরা...

আমরা তৃষ্ণা, তোমরা সুধা
তোমরা তৃপ্তি, আমরা ক্ষুধা
আমরা তৃষ্ণা, তোমরা সুধা
তোমরা তৃপ্তি, আমরা ক্ষুধা
তোমার কথা বলতে কবির কথা ফুরালো
তোমার কথা বলতে কবির কথা ফুরালো

যে মূর্তি নয়নে জাগে
সবই আমার ভালো লাগে
যে মূর্তি নয়নে জাগে
সবই আমার ভালো লাগে
কেউ বা দিব্যি গৌরবরন
কেউ বা দিব্যি কালো
ওগো, কেউ বা দিব্যি কালো

ওগো, তোমরা সবাই ভালো
ওগো, তোমরা...
যার অদৃষ্টে যেমনি জুটেছে
ওগো, সেই আমাদের ভালো
ওগো, সেই আমাদের ভালো
ওগো, তোমরা সবাই ভালো
ওগো, তোমরা...



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link