Tabu Mone Rekho

The last song, তবু মনে রেখো
Please still remember me when I travel far away
If I stay so close that I become merely a shadow
Please still remember me

তবু মনে রেখো
তবু মনে রেখো
তবু মনে রেখো
তবু মনে রেখো

যদি দূরে যাই চলে
তবু মনে রেখো
যদি দূরে যাই চলে
তবু মনে রেখো

যদি পুরাতন প্রেম
ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে
মনে রেখো
তবু মনে রেখো

যদি পুরাতন প্রেম
ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে
মনে রেখো
তবু মনে রেখো

যদি থাকি কাছাকাছি
দেখিতে না পাও
ছায়ার মতন আছি না আছি
মনে রেখো
তবু মনে রেখো

যদি জল আসে আঁখিপাতে
যদি জল আসে আঁখিপাতে
যদি জল আসে আঁখিপাতে
একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে
তবু মনে রেখো
একদিন যদি বাঁধা পড়ে কাজে শারদপ্রাতে
মনে রেখো

যদি পড়িয়া মনে
ছলোছলো জল নাই দেখা দেয় নয়নকোণে
তবু মনে রেখো
মনে রেখো
তবু মনে রেখো

যদি পড়িয়া মনে
ছলোছলো জল নাই দেখা দেয় নয়নকোণে
তবু মনে রেখো
মনে রেখো
তবু মনে রেখো

যদি দূরে যাই চলে
তবু মনে রেখো
তবু মনে রেখো
তবু মনে রেখো



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link