Ke Jeno Mor-Amar Latar Prothom Mukul

কে যেন মোর ভিতর থেকে
কয় যে কথা কানে কানে
আকাশ জুড়ে বাতাস জুড়ে
মন চলে যে উড়ে উড়ে
জানলা দিয়ে তাকিয়ে দেখি
বাইরে সবই অপার এ কী
গাছে গাছে পাতায় পাতায়
সব জুড়ে মোর মন আছে কি

আমার লতার প্রথম মুকুল
চেয়ে আছে মোর পানে
আমার লতার প্রথম মুকুল
শুধায় আমারে
"এসেছি এ কোনখানে"

আমার লতার প্রথম মুকুল
চেয়ে আছে মোর পানে
আমার লতার প্রথম মুকুল

এসেছ আমার জীবনলীলার রঙ্গে
এসেছ আমার তরল ভাবের ভঙ্গে
এসেছ আমার স্বরতরঙ্গ-গানে

আমার লতার প্রথম মুকুল
চেয়ে আছে মোর পানে
আমার লতার প্রথম মুকুল

আমার লতার প্রথম মুকুল
প্রভাত-আলোক-মাঝে
শুধায় আমারে
"এসেছি এ কোন কাজে"
টুটিতে গ্রন্থি কাজের জটিল বন্ধে
বিবশ চিত্ত ভরিতে অলস গন্ধে
বাজাতে বাঁশরি প্রেমাতুর দুনয়ানে

আমার লতার প্রথম মুকুল
চেয়ে আছে মোর পানে
আমার লতার প্রথম মুকুল
শুধায় আমারে
"এসেছি এ কোনখানে"

আমার লতার প্রথম মুকুল



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link