Bhalo Manush Noi Re Mora

ভালোমানুষ নই রে মোরা ভালোমানুষ নই
গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই
ভালোমানুষ নই রে মোরা ভালোমানুষ নই

দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে
দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে
পুঁথির কথা কই নে মোরা, উলটো কথা কই
গুণের মধ্যে ওই

ভালোমানুষ নই রে মোরা ভালোমানুষ নই

জন্ম মোদের ত্র্যহস্পর্শে, সকল-অনাসৃষ্টি
ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি
জন্ম মোদের ত্র্যহস্পর্শে, সকল-অনাসৃষ্টি
ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি

অযাত্রাতে নৌকো ভাসা, রাখি নে, ভাই, ফলের আশা
অযাত্রাতে নৌকো ভাসা, রাখি নে, ভাই, ফলের আশা
আমাদের আর নাই যে গতি ভেসেই চলা বই
গুণের মধ্যে ওই

ভালোমানুষ নই রে মোরা ভালোমানুষ নই



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link