Piya Bina

পিয়া বিনা জাগে নারে
নারে জিয়া লাগে না
পিয়া বিনা জিয়া লাগে না

পিয়া বিনা জাগে নারে
নারে জিয়া লাগে না
পিয়া বিনা জিয়া লাগে না

আমি হবো রাত আর তুই হবি চাঁদ
জোছনায় ঘর আমাদের
তুই হলে রোদ আমি রংধনু হই
ছিল সে শহর আমাদের

ভুলে যেতাম কোলাহল
বুঝে নিতাম সবই বল
ছিল রোজের চলাচল আমাদের

আমি হবো রাত আর তুই হবি চাঁদ
জোছনায় ঘর আমাদের
তুই হলে রোদ আমি রংধনু হই
ছিল সে শহর আমাদের

জানবি না তুই কষ্ট আমার
বলছে হাওয়া অভিমানি
মানবি না তুই বললে হাজার
গল্প কথা আজকে জানি
দেখা পাওয়া হল না আমার

তুই হবি ঢেউ আর আমি হবো জল
বানাবো সাগর আমাদের
আমি হবো দোল আর পূর্ণিমা তুই
রাঙ্গাবো শহর আমাদের
কোথায় সেই কোলাহল?
কোথায় সেই চলাচল?
এলো কেন এ দিন বদল আমাদের?

কথা ছিল অনেক কিছুই
সবই আছে, নেই শুধু তুই
আছি এখন, খুব দোটানায়
এভাবে বল বাঁচা কি যায়?
দেখা পাওয়া গেল না রে আর

আমি হবো রাত আর তুই হবি চাঁদ
জোছনায় ঘর আমাদের
তুই হলে রোদ আমি রংধনু হই
ছিল সে শহর আমাদের

ভুলে যেতাম কোলাহল
বুঝে নিতাম সবই বল
ছিল রোজের চলাচল আমাদের

পিয়া বিনা জাগে নারে
নারে জিয়া লাগে না
পিয়া বিনা জিয়া লাগে না

পিয়া বিনা জাগে নারে
নারে জিয়া লাগে না
পিয়া বিনা জিয়া লাগে না



Credits
Writer(s): Indraadip Dasgupta, Srijato
Lyrics powered by www.musixmatch.com

Link