Amay Niye Dur Pahare

আমায় নিয়ে দূর পাহাড়ে একটি বাসা গড়ো
অকারণে চোখের কোণে অশ্রুনদী ধরো
একটি বাসা গড়ো
আমায় নিয়ে দূর পাহাড়ে একটি বাসা গড়ো
অকারণে চোখের কোণে অশ্রুনদী ধরো
একটি বাসা গড়ো

সবাই ভাবে কাঁদতে হলে কষ্ট পেতে হয়
কেউ বোঝে না সুখের ঘরেও তিস্তা নদী বয়
সবাই ভাবে কাঁদতে হলে কষ্ট পেতে হয়
কেউ বোঝে না সুখের ঘরেও তিস্তা নদী বয়
নৌকা আমি বাইতে পারি, ঢেউয়ের আঘাত সইতে পারি
আমার নিয়ে তোমার মনে কিসের এত ভয়?
ও, কষ্ট পেতে হয়

আমায় নিয়ে দূর পাহাড়ে একটি বাসা গড়ো
অকারণে চোখের কোণে অশ্রুনদী ধরো
একটি বাসা গড়ো

নিভলে আলো সন্ধ্যাতারা দেখতে পাওয়া যায়
আকাশ যেন বহুরুপী, অনেক সইতে হয়
ও, নিভলে আলো সন্ধ্যাতারা দেখতে পাওয়া যায়
আকাশ যেন বহুরুপী, অনেক সইতে হয়
আমি তোমায় গড়তে পারি, নিজের ছাঁচে ঢালতে পারি
তোমার কাছে হারার আগে এটাই আমার জয়
ও, অনেক সইতে হয়

আমায় নিয়ে দূর পাহাড়ে একটি বাসা গড়ো
অকারণে চোখের কোণে অশ্রুনদী ধরো
একটি বাসা গড়ো
আমায় নিয়ে দূর পাহাড়ে একটি বাসা গড়ো
অকারণে চোখের কোণে অশ্রুনদী ধরো
একটি বাসা গড়ো



Credits
Writer(s): Arghya Kamal
Lyrics powered by www.musixmatch.com

Link