Binay Badal Dinesh

দেশ, দেশ, দেশ, স্বাধীন হবে এ দেশ
দেশ, দেশ, দেশ, স্বাধীন হবে এ দেশ

নিয়েছিল ওরা অস্ত্র তুলে
নিজেদের সুখ-আল্লাদ ভুলে
আমার গল্পে নায়কেরা
বিনয়, বাদল, দিনেশ, স্বাধীন হবে এ দেশ

মুক্তির কথা ভেবেছিল ওরা
রক্তে রাঙানো বসুন্ধরা
বিপ্লবের অধিনায়কেরা
বিনয়, বাদল, দিনেশ
দেশ, দেশ, দেশ, স্বাধীন হবে এ দেশ

লাঞ্চিত যত লুন্ঠিত কত
ভীষণ শোষিত প্রাণ শত শত
কিছুতেই আর নয় মাথা নত
অত্যাচারের পরাধীন ক্ষত
শেষ, শেষ, শেষ, স্বাধীন হবে এ দেশ

লাঞ্চিত যত লুন্ঠিত কত
ভীষণ শোষিত প্রাণ শত শত
কিছুতেই আর নয় মাথা নত
অত্যাচারের পরাধীন ক্ষত
শেষ, শেষ, শেষ, স্বাধীন হবে এ দেশ

বিনয়, বাদল, দিনেশ, স্বাধীন হবে এ দেশ

ওরা মান ফিরে পেতে ডাক দিয়েছিল
মুক্তির আদেশ
ওরা নিজের দেশে চায়নি
কারুর অনুপ্রবেশ

ওরা মান ফিরে পেতে ডাক দিয়েছিল
মুক্তির আদেশ
ওরা নিজের দেশে চায়নি
কারুর অনুপ্রবেশ
বিনয়, বাদল, দিনেশ...

তোমাদেরকে কুর্নিশ
বিনয়, বাদল, দিনেশ...
মায়ের সাহসী ছেলে
বিনয়, বাদল, দিনেশ

বিনয় মরেছে সন্ত্রাসে
ওরা প্রলয় আনবে
তিন কালো ঘোড়া
নতুন সূর্য দেখবে এদেশ

মুছতে এবার দেশের গ্লানি
বিদায় মাগো ফিরবো না জানি
দেশের জন্য এই বলিদান বেশ

ওরা মান ফিরে পেতে ডাক দিয়েছিল
মুক্তির আদেশ
ওরা নিজের দেশে চায়নি
কারুর অনুপ্রবেশ

ওরা মান ফিরে পেতে ডাক দিয়েছিল
মুক্তির আদেশ
ওরা নিজের দেশে চায়নি
কারুর অনুপ্রবেশ

বিনয়, বাদল, দিনেশ, স্বাধীন হবে এ দেশ

মুক্তির কথা ভেবেছিল
ওরা রক্তে রাঙানো বসুন্ধরা
বিপ্লবের অধিনায়কেরা
বিনয়, বাদল, দিনেশ...
বিনয়, বাদল, দিনেশ, স্বাধীন হবে এ দেশ
বিনয়, বাদল, দিনেশ



Credits
Writer(s): Soumya Rit
Lyrics powered by www.musixmatch.com

Link