Moner Khatay

মনের খাতায় কেও
আঁকিবুঁকি আঁকছে

(মৈনাক এই মৈনাক)
(বাব্বা কখন থেকে ডাকছি শুনতে পারছ না)

হুম না বলা কথা গুলো
বড়ই কাঁদাচ্ছে

মনের খাতায় কেও আঁকিবুঁকি আঁকছে
না বলা কথা গুলো বড়ই কাঁদাচ্ছে
সৃতির পাতা গুলো টুপ টাপ খসছে
না বলা কথা গুলো বড়ই কাঁদাচ্ছে
বড়ই কাঁদাচ্ছে, বড়ই কাঁদাচ্ছে

প্রথম দেখার সেই
প্রথম দিনের সৃতি
আজও মনে পরে যায়

(আমার নাম, আমার নাম মৈনাক)
(আপনার নাম, আমি তিথি)

হুম ছায়া ছবি নয় তবু
রুপকথা ছিল যে, সে প্রথম পরিচয়
অস্তির হয়েছিল সেদিন অবুঝ মন
প্রথম ভালোবাসায়

হুম কত রাত জেগেছিল আমার এ দুটো চোখ
তার স্বপ্ন আকায়
চেয়েছিল এই মন তার চোখে হারাতে
মুখের ভাষায় তাকে পারিনিকো বোঝাতে

অবশেষে ভেঙে দিয়ে মুখ্যম কারবার
লিখেছিল প্রথম সে আমায় ভালোবেসে
আমায় ভালোবেসে, আমায় ভালোবেসে

তোমার সুরের সাথে আমার সুর মিলেছিল
কত গান মনে পড়ছে (পা মা গা, মা রে গা, পা মা গা মা)
তোমার চোখের সাথে আমার চোখ মিলেছিল
নাকি মন মিলেছিল

কোন এক অবসন
নগধুলিতে তোমার চিঠি সে পাওয়া (প্রিয় দর্শক স্বপ্ন)
কোন এক নির্জন নিঝুম দুপুরেতে
চুম্বন ঠোটে আঁকা

বৃষ্টি হয়ে সেদিন না বলা কত কথা
মেঘেদের ঝড়ে যাওয়া
হুম আরও একদিন ছিল আকাশ কুসুম এক
স্বপ্ন সত্যি হওয়া

তবুও তো সংশয় স্বপ্ন কে ঢেকেছে
দুজনের দুটি পথ দুদিকে হারিয়েছে

সৃতির পাতা গুলো টুপ টাপ খসছে
না বলা কথা গুলো বড়ই কাঁদাচ্ছে
বড়ই কাঁদাচ্ছে, বড়ই কাঁদাচ্ছে
বড়ই কাঁদাচ্ছে, বড়ই কাঁদাচ্ছে



Credits
Writer(s): Moinak Moinak, Snehasish Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link