Khunsuti

দুষ্টু হাওয়ার খুনসুটি
মিষ্টি রোদের লুটোপুটি
আমার মনের দরজাতে
নাড়ছে কড়া আজ ছুটি

একছুটে ছুটে যাচ্ছি তাই
মনের কোনো বাঁধন নাই
তোমার ডাকে সাড়া দিতে
ইচ্ছে ডানা মেলছে তাই

এক পশলা বৃষ্টিতে
ভিজে যাওয়ার ইচ্ছেতে
মেঘের দেশে দেবো পাড়ি
তোমায় নিয়ে একসাথে

মৌমাছিদের গুনগুনে
কখন যেন আনমনে
বাঁধছি গান নতুন করে
পাখিদেরই কলতানে

আমার আঁকার রংতুলি
আমার পোষা বুলবুলি
আদর দিনে আমার সাথে
আয় না আজ রং খেলি

কৃষ্ণচূড়ার লাল আগুন
আনে মনে আজ ফাগুন
বসন্তের উৎসবে আজ
সবকিছুই লাগে দারুণ

আমার মনের মাস্তুলে
ভেসে যাবো সব ভুলে
আমার মনের মাস্তুলে
ভেসে যাবো সব ভুলে
ডাকবে আমায় মনমাঝি
তুমি খবর পাঠালে

হারিয়ে যেতে মন যে চায়
তোমার সাথে নীলিমায়
তোমায় নিয়ে নতুন করে
চাঁদের আলো জোছনায়

দুষ্টু হাওয়ার খুনসুটি
মিষ্টি রোদের লুটোপুটি
আমার মনের দরজাতে
নাড়ছে কড়া আজ ছুটি

হয়তো মনের খেয়ালে
উড়ে যাবো স্বপ্নিলে
হয়তো মনের খেয়ালে
উড়ে যাবো সপ্নিলে
আসবো ফিরে তোমার কাছে
তুমি আমায় ডাক দিলে

প্রজাপতি রংডানা
কোনো বাধার নেই মানা
ফুলের রঙে মন রাঙিয়ে
দুলবো আজ দোলনা

দুষ্টু হাওয়ার খুনসুটি
মিষ্টি রোদের লুটোপুটি
আমার মনের দরজাতে
নাড়ছে কড়া আজ ছুটি



Credits
Writer(s): Arindam Saha
Lyrics powered by www.musixmatch.com

Link