Ashlo Uma

তোমার গানের শিহরণে বৃষ্টি পড়ে ঝরে
মল্লার আর মালকোষেতে মিশলো অভিমান
কাজলমাখা ভালোবাসা এই দু'নয়নে
আলতা পায়ের এই যে নূপুর, রিনিঝিনি তান

কোন সুদূরে গগনে পবনে সুরেরই মূর্ছনায়
রাত্রি-দিনের অকাল বোধনে শরতের আঙিনায়

সময় এলো, জ্বালাও আলো, আসলো উমা ঘরে
বাজলো আবার আলোর বেণু, মাতলো যে ভুবন
ও ঠাকুর, সময় এলো, জ্বালাও আলো, আসলো উমা ঘরে
বাজলো আবার আলোর বেণু, মাতলো যে ভুবন

পলকে হারালে, থমকে দাঁড়ালে
কী যে ভালো লাগে ওভাবে তাকালে
আলোতে-ছায়াতে, আপন মায়াতে
খুঁজে খুঁজে বেড়ালে আমারই আদলে

পলকে হারালে, থমকে দাঁড়ালে
কী যে ভালো লাগে ওভাবে তাকালে
আলোতে-ছায়াতে, আপন মায়াতে
খুঁজে খুঁজে বেড়ালে আমারই আদলে

সমারোহে শয়নে-স্বপনে তোমারই আল্পনায়
উৎসবের এই লগনে লগনে শরতের আঙিনায়

সময় এলো, জ্বালাও আলো, আসলো উমা ঘরে
বাজলো আবার আলোর বেণু, মাতলো যে ভুবন
ও ঠাকুর, সময় এলো, জ্বালাও আলো, আসলো উমা ঘরে
বাজলো আবার আলোর বেণু, মাতলো যে ভুবন

তোমার গানের শিহরণে বৃষ্টি পড়ে ঝরে
মল্লার আর মালকোষেতে মিশলো অভিমান
কাজলমাখা ভালোবাসা এই দু'নয়নে
আলতা পায়ের এই যে নূপুর, রিনিঝিনি তান

সময় এলো, জ্বালাও আলো, আসলো উমা ঘরে
বাজলো আবার আলোর বেণু, মাতলো যে ভুবন
ও ঠাকুর, সময় এলো, জ্বালাও আলো, আসলো উমা ঘরে
বাজলো আবার আলোর বেণু, মাতলো যে ভুবন



Credits
Writer(s): Ramesh, Sourav
Lyrics powered by www.musixmatch.com

Link