Bondhure Koi Pabo Shokhi Go

বন্ধুরে কই পাব, সখি গো?
সখি, আমারে বলো না

বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না

সাধে সাধে ঠেকছি ফাঁদে গো
সখি, দিলাম ১৬ আনা

প্রাণপাখি উড়ে যেতে চায়, আর ধৈর্য মানে না
আমার প্রাণপাখি উড়ে যেতে চায়, আর ধৈর্য মানে না

কী আগুন জ্বালাইলা, বন্ধে গো
বন্ধে, নিভায়েলে নিভে না

জল ঢালিলে দ্বিগুণ বাড়ে, উপায় কী বলো না
হায়রে, জল ঢালিলে দ্বিগুণ জ্বলে, উপায় কী বলো না

বাউলা আব্দুল করিম বলে গো
"সখি, অন্তরের বেদনা

সোনার বরন রুপের কিরণ না দেখলে বাঁচি না
হায়রে, সোনার বরন রুপের কিরণ না দেখলে বাঁচি না"

বন্ধুরে কই পাব, সখি গো?
সখি, আমারে বলো না

বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না

বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না



Credits
Writer(s): Shah Abdul Karim
Lyrics powered by www.musixmatch.com

Link