Shesh Ganeri Resh Niye Jao Chole

শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে
শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে
শেষ কথা যাও বলে
হায়, শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে

সময় পাবে না আর, নামিছে অন্ধকার
গোধুলিতে আলো-আঁধারে
পথিক যে পথ ভোলে

হায়, শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে
শেষ কথা যাও বলে

পশ্চিমগগনে ওই দেখা যায় শেষ রবিরেখা
তমাল-অরণ্যে ওই শুনি শেষ কেকা

কে আমার অভিসারিকা বুঝি
বাহিরিল অজানারে খুঁজি
কে আমার অভিসারিকা বুঝি
বাহিরিল অজানারে খুঁজি
শেষবার মোর আঙিনার দ্বার খোলে

হায়, শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে
শেষ কথা যাও বলে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link