Anek Durer Manush

কখনও জোর করে অথবা ভুল করে
বোজো চোখের পাতা
ঝিমিয়ে নাও মাথা
আমার পরিচয় এড়িয়ে যাও

যেভাবে উচ্চারণ হয়েছে সাধারণ
খেলাতে হেরেছি, আঁকড়ে ধরেছি
ছাড়িয়ে নাও তোমায়, এগিয়ে যাও

থাক সে কথা জানতে চেয়ে আর
লজ্জা দিয়ো না
স্পর্শকামী হাত দুটো আর
ধরতে চেয়ো না

আমি অনেক দূরের মানুষ
কাছে থাকি কিছুক্ষণ
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন
আমি নিজেই নিজেকে ঠকাই
ভুলে থাকি কিছুক্ষণ
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন

যে সুরে বেঁধেছি
আঙুলে গেঁথেছি
সে হাত একবার ধরে দেখো
ছুঁয়ে দেখো না

যে ফিতে বাঁধোনি, আড়ালে কাঁদোনি
অঝোরে ঝরিনি, নজরে পড়িনি
আমার পরিচয় এড়িয়ে যাও

থাক সে কথা জানতে চেয়ে আর
লজ্জা দিয়ো না
স্পর্শকামী হাত দুটো আর
ধরতে চেয়ো না

আমি অনেক দূরের মানুষ
কাছে থাকি কিছুক্ষণ
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন
আমি নিজেই নিজেকে ঠকাই
ভুলে থাকি কিছুক্ষণ
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন

আমি অনেক দূরের মানুষ (দূরের মানুষ)
কাছে থাকি কিছুক্ষণ (কিছুক্ষণ)
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন (তোমার মন)
আমি নিজেই নিজেকে ঠকাই (নিজেকে ঠকাই)
ভুলে থাকি কিছুক্ষণ (কিছুক্ষণ)
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন (তোমার মন)



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link