Ador

যে চোখে রাখলে চোখ
পাখিরা আলোর মিছিল
বেচারা রোজ মরে যায় চুপিসারে
যে ছুঁলো গোপনীয় তিল

যে চোখে রাখলে চোখ
পাখিরা আলোর মিছিল
বেচারা রোজ মরে যায় চুপিসারে
যে ছুঁলো গোপনীয় তিল

এ বুকে রাখলে চিবুক
মায়াবী নরম পাথর
আদুরী একফালি চুল চুপিসারে
অযথা স্পর্শকাতর

যেখানে ডুব সাঁতারে
খুব ছুঁয়েছি অবাক কোরাল
যেখানে মনের ভেতর ঘুমিয়ে দুজন সমান্তরাল

আদর কি নাম দেবো তোর?
আদর কি নাম দেবো তোর?
আদর কি নাম দেবো তোর?

সোনার পাখি আলতো আঁকি
এই নরম মন পালক
মন পবনের নাও ভাসালো
কৃষ্ণসার হরিণ চোখ

এই ফুলে এই ঘাসে
এই মেঘলা মধুমাসে যদি আসে
যদি ভাসে তোমারই জাহাজ

যেখানে ডুব সাঁতারে
খুব ছুঁয়েছি অবাক কোরাল
যেখানে মনের ভেতর ঘুমিয়ে দুজন সমান্তরাল

আদর কি নাম দেবো তোর?
আদর কি নাম দেবো তোর?
আদর কি নাম দেব তোর?



Credits
Writer(s): Anindya Chatterjee, Ranajoy Bhattacharjee
Lyrics powered by www.musixmatch.com

Link