Chhariya Jeo Na Aar

ছাড়িয়া যেও না আর
ছাড়িয়া যেও না আর
বিরহের তরী মিলনের তীরে
লাগিল যদি আবার
ছাড়িয়া যেও না আর
ছাড়িয়া যেও না আর

কত সে-বিফল জনমের পর
পথ-চাওয়া মোর ফিরে এল ঘর
কত সে-বিফল জনমের পর
পথ-চাওয়া মোর ফিরে এল ঘর
এলো শুভ দিন, কাটিল অসহ
এলো শুভ দিন, কাটিল অসহ
রাতের অন্ধকার

ছাড়িয়া যেও না আর
ছাড়িয়া যেও না আর

দেবতা গো ফিরে চাও
মোর বেদনার তপস্যা-শেষ
মিলনের বর দাও
দেবতা গো ফিরে চাও
দেবতা গো ফিরে চাও
মোর বেদনার তপস্যা-শেষ
মিলনের বর দাও
দেবতা গো ফিরে চাও

লয়ে জীবনের সঞ্চিত ব্যথা
তোমার চরণে হলাম প্রণতা
লহ পূজা মোর নয়নের লোর
লহ পূজা মোর নয়নের লোর
শীর্ণা তনুর হার

ছাড়িয়া যেও না আর
ছাড়িয়া যেও না আর
বিরহের তরী মিলনের তীরে
লাগিল যদি আবার
ছাড়িয়া যেও না আর
ছাড়িয়া যেও না আর
ছাড়িয়া যেও না আর



Credits
Writer(s): Pintu Ghatak, Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link