Andhar Amborey

অম্বরে প্রচণ্ড ডম্বরু
আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু
বাজিল গম্ভীর
বাজিল গম্ভীর গরজনে
আঁধার অম্বরে
আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু
আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু
বাজিল গম্ভীর
বাজিল গম্ভীর গরজনে
আঁধার অম্বরে

অশত্থপল্লবে অশান্ত হিল্লোল
অশত্থপল্লবে অশান্ত হিল্লোল
সমীরচঞ্চল দিগঙ্গনে
আঁধার অম্বরে
অশত্থপল্লবে অশান্ত হিল্লোল
অশত্থপল্লবে অশান্ত হিল্লোল
সমীরচঞ্চল দিগঙ্গনে

আঁধার অম্বরে

নদীর কল্লোল, বনের মর্মর
বাদল-উচ্ছল নির্ঝরঝর্ঝর
নদীর কল্লোল
নদীর কল্লোল, বনের মর্মর
বাদল-উচ্ছল নির্ঝরঝর্ঝর
নদীর কল্লোল
ধ্বনি তরঙ্গিল
ধ্বনি তরঙ্গিল নিবিড় সঙ্গীতে
শ্রাবণসন্ন্যাসী
শ্রাবণসন্ন্যাসী রচিল রাগিণী

আঁধার অম্বরে

কদম্বকুঞ্জের সুগন্ধমদিরা
অজস্র লুটিছে দুরন্ত ঝটিকা
তড়িৎশিখা ছুটে
তড়িৎশিখা ছুটে দিগন্ত সন্ধিয়া
ভয়ার্ত যামিনী
ভয়ার্ত যামিনী উঠিছে ক্রন্দিয়া
নাচিছে যেন কোন প্রমত্ত দানব
মেঘের দুর্গের দুয়ার হানিয়া

আঁধার অম্বরে
আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু
আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু
বাজিল গম্ভীর
বাজিল গম্ভীর গরজনে
আঁধার অম্বরে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link