Basante Phul Ganthlo

বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা
বইল প্রাণে দখিন হাওয়া আগুন-জ্বালা
বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা
বইল প্রাণে দখিন হাওয়া আগুন-জ্বালা
বসন্তে ফুল গাঁথল

পিছের বাঁশি কোণের ঘরে মিছে রে ওই কেঁদে মরে
পিছের বাঁশি কোণের ঘরে মিছে রে ওই কেঁদে মরে
মরণ এবার আনল আমার বরণ-ডালা

বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা
বইল প্রাণে দখিন হাওয়া আগুন-জ্বালা
বসন্তে ফুল গাঁথল

যৌবনেরি ঝড় উঠেছে আকাশ-পাতালে
নাচের তালের ঝংকারে তার আমায় মাতালে
যৌবনেরি ঝড় উঠেছে আকাশ-পাতালে
নাচের তালের ঝংকারে তার আমায় মাতালে
কুড়িয়ে নেবার ঘুচল পেশা, উড়িয়ে দেবার লাগল নেশা
কুড়িয়ে নেবার ঘুচল পেশা, উড়িয়ে দেবার লাগল নেশা
আরাম বলে, "এল আমার যাবার পালা"

বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা
বইল প্রাণে দখিন হাওয়া আগুন-জ্বালা
বসন্তে ফুল গাঁথল

যৌবনেরি ঝড় উঠেছে আকাশ-পাতালে
নাচের তালের ঝংকারে তার আমায় মাতালে
যৌবনেরি ঝড় উঠেছে আকাশ-পাতালে
নাচের তালের ঝংকারে তার আমায় মাতালে
কুড়িয়ে নেবার ঘুচল পেশা, উড়িয়ে দেবার লাগল নেশা
কুড়িয়ে নেবার ঘুচল পেশা, উড়িয়ে দেবার লাগল নেশা
আরাম বলে, "এল আমার যাবার পালা"

বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা
বইল প্রাণে দখিন হাওয়া আগুন-জ্বালা
বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা
বইল প্রাণে দখিন হাওয়া
বইল প্রাণে দখিন হাওয়া
বইল প্রাণে দখিন হাওয়া আগুন-জ্বালা
বসন্তে ফুল গাঁথল
বসন্তে ফুল গাঁথল
বসন্তে ফুল গাঁথল



Credits
Writer(s): Debabrata Biswas
Lyrics powered by www.musixmatch.com

Link