Kokhon Badol Chhoya - Different Mood

কখন বাদল ছোঁওয়া লেগে
হা, রে, কখন বাদল ছোঁওয়া লেগে
মাঠে মাঠে ঢাকে মাটি সবুজ মেঘে মেঘে
হা, রে, কখন বাদল ছোঁওয়া লেগে
হা, রে, কখন বাদল ছোঁওয়া লেগে

ওই ঘাসের ঘনঘোরে
ধরণীতল হল শীতল চিকন আভায় ভরে
ওই ঘাসের ঘনঘোরে
ধরণীতল হল শীতল চিকন আভায় ভরে
ওরা হঠাৎ গাওয়া গানের মতো এল
এল প্রাণের বেগে

হা, রে, বাদল ছোঁওয়া লেগে
কখন বাদল ছোঁওয়া লেগে

ওই ঘাসের ঘনঘোরে
ধরণীতল হল শীতল চিকন আভায় ভরে
ওই ঘাসের ঘনঘোরে
ধরণীতল হল শীতল চিকন আভায় ভরে
ওরা হঠাৎ গাওয়া গানের মতো এল
এল প্রাণের বেগে

হা, রে, বাদল ছোঁওয়া লেগে
কখন বাদল ছোঁওয়া লেগে
হা, রে, কখন বাদল ছোঁওয়া লেগে

ওরা যে এই প্রাণের রণে মরুজয়ের সেনা
ওদের সাথে আমার প্রাণের প্রথম যুগের চেনা
ওরা যে এই প্রাণের রণে মরুজয়ের সেনা
ওদের সাথে আমার প্রাণের প্রথম যুগের চেনা
তাই এমন গভীর স্বরে
আমার আঁখি নিল ডাকি ওদের খেলাঘরে
তাই এমন গভীর স্বরে
আমার আঁখি নিল ডাকি ওদের খেলাঘরে
ওদের দোল দেখে আজ প্রাণে আমার দোলা
দোলা ওঠে জেগে

হা, রে, বাদল ছোঁওয়া লেগে
কখন বাদল ছোঁওয়া লেগে
হা, রে, কখন বাদল ছোঁওয়া লেগে

ওরা যে এই প্রাণের রণে মরুজয়ের সেনা
ওদের সাথে আমার প্রাণের প্রথম যুগের চেনা
ওরা যে এই প্রাণের রণে মরুজয়ের সেনা
ওদের সাথে আমার প্রাণের প্রথম যুগের চেনা
তাই এমন গভীর স্বরে
আমার আঁখি নিল ডাকি ওদের খেলাঘরে
তাই এমন গভীর স্বরে
আমার আঁখি নিল ডাকি ওদের খেলাঘরে
ওদের দোল দেখে আজ প্রাণে আমার দোলা
দোলা ওঠে জেগে

হা, রে, বাদল ছোঁওয়া লেগে
কখন বাদল ছোঁওয়া লেগে
হা, রে, কখন বাদল ছোঁওয়া লেগে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link