Aji Sharoto Taponey

আজি শরৎ তপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়
আজি শরৎ তপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়
ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ-বিহগী কী যে গায় গো
কী জানি পরান কী যে চায়
আজি মধুর বাতাসে হৃদয় উদাসে, রহে না আবাসে মন হায়
কোন কুসুমের আশে কোন ফুলবাসে সুনীলে আকাশে মন ধায় গো
কী জানি পরান কী যে চায়

আজি কে যেন গো নাই, এ প্রভাতে তাই জীবন বিফল হয় গো
তাই চারি দিকে চায়, মন কেঁদে গায় "এ নহে, এ নহে, নয় গো"
তাই জীবন বিফল হয় গো
কোন স্বপনের দেশে আছে এলোকেশে কোন ছায়াময়ী অমরায়
আজি কোন উপবনে, বিরহবেদনে আমারি কারণে কেঁদে যায় গো
কী জানি পরান কী যে চায়

আজি শরৎ তপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়

আমি যদি গাঁথি গান অথিরপরান, সে গান শুনাব কারে আর
আমি যদি গাঁথি মালা লয়ে ফুলডালা, কাহারে পরাব ফুলহার
আমি সে গান শুনাব কারে আর
আমি আমার এ প্রাণ যদি করি দান, দিব প্রাণ তবে কার পায়
সদা ভয় হয় মনে পাছে অযতনে মনে মনে কেহ ব্যথা পায় গো
কী জানি পরান কী যে চায়

আজি শরৎ তপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়
কী জানি পরান কী যে চায়
কী জানি পরান কী যে চায়



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link