Nobo Kunda Dhabolo

নব কুন্দ ধবলদল সুশীতলা
নব কুন্দধবলদল সুশীতলা
অতি সুনির্মলা, সুখসমুজ্জ্বলা
অতি সুনির্মলা, সুখসমুজ্জ্বলা
শুভ সুবর্ণ আসনে অচঞ্চলা
নব কুন্দ ধবলদল সুশীতলা
নব কুন্দ ধবলদল সুশীতলা

স্মিত উদয়ারুণ কিরণ বিলাসিনী
পূর্ণসিতাংশু বিভাসবিকাশিনী
স্মিত উদয়ারুণ কিরণ বিলাসিনী
পূর্ণসিতাংশু বিভাসবিকাশিনী
নন্দনলক্ষ্মী সুমঙ্গলা
অতি সুনির্মলা, সুখসমুজ্জ্বলা
শুভ সুবর্ণ আসনে অচঞ্চলা

নব কুন্দ ধবলদল সুশীতলা
নব কুন্দ ধবলদল সুশীতলা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link