Anagona

করে আনাগোনা পাবি সোনাদানা
করে আনাগোনা পাবি সোনাদানা
কোরো না ছলনা, ওরে অবোধমনা

দূরে যেয়ো না রে, ওরে আমার অবোধমনা
দূরে যেয়ো না রে, ওরে আমার অবোধমনা

একা চড়ে চড়ে থাকো দূরে দূরে
একা চড়ে চড়ে থাকো দূরে দূরে
ফিরে এসো ঘুরে, চেয়ে দেখো মোরে

দূরে যেয়ো না রে, ওরে আমার অবোধমনা
দূরে যেয়ো না রে, ওরে আমার অবোধমনা

মনমতো মন হয় না, মন তো ঘরে রয় না
মনমতো মন হয় না, মন তো ঘরে রয় না
বসন্ত হাওয়া বয় না, ওরে ও মনময়না

মনময়না রে, প্রাণপাখি ঘরে রয় না
মনময়না রে, প্রাণপাখি ঘরে রয় না

করে আনাগোনা পাবি সোনাদানা
করে আনাগোনা পাবি সোনাদানা
কোরো না ছলনা, ওরে অবোধমনা

দূরে যেয়ো না রে, ওরে আমার অবুঝমনা
দূরে যেয়ো না রে, ওরে আমার অবুঝমনা
দূরে যেয়ো না রে, ওরে আমার অবুঝমনা
দূরে যেয়ো না রে, ওরে আমার অবুঝমনা



Credits
Writer(s): Paban Das Baul
Lyrics powered by www.musixmatch.com

Link