Shelley

তুমি ঠুনকো ঠুনকো লড়াই আঁকছো শেলী
আমি নৃশংস এক যুদ্ধ ফেরত লোক
তোমার গন্ডিবদ্ধ হীন বাহাদুরি
তুমি দুর্ব্যবহারের বাহক

তুমি ছিন্ন ছিন্ন বিভেদ গড়ছ শেলি
এইটা যৌথ স্কন্ধে যুদ্ধে যাবার যোগ
তুমি আত্মমুগ্ধতার এক উদাহরণ
তুমি শিক্ষা প্রাপ্ত অভদ্রলোক

আমার চোখ দেখছে সকল চোখ রাঙানি
আর হজম করছে সব অভদ্রতা
তবু অসীম ধৈর্য রুদ্ধ কণ্ঠ খানি
এটা সৌজন্যের নীরবতা

তোর দুর্দশার কথা ভেবে শোক-স্তব্ধ আমি
রাত্রি দিন গাইছ মার্ক্সীয় জবানি
নিজের ঘরেই জন্ম দিচ্ছ তীক্ষ্ণ ভেদাভেদ
আর নোংরা করছো ক্লাস স্ট্রাগল-এর বাণী

তোমার ঔজ্জ্বল্যপূর্ণ নাম খানি
আর কথায় কথায় ঘোর অসভ্যতামি
এটা মানব তন্ত্রে জ্যান্ত উদাহরণ
নীচ নয় তো অবলুপ্ত প্রাণী

আমার চোখ দেখছে সকল চোখ রাঙানি
আর হজম করছে সব অভদ্রতা
তবু অসীম ধৈর্য রুদ্ধ কণ্ঠ খানি
এটা সৌজন্যের নীরবতা



Credits
Writer(s): Sourav Saha
Lyrics powered by www.musixmatch.com

Link