Apon Manush Chena Boro Daay

আপন মানুষ চেনা বড়ই দায় রে
আপন মানুষ বোঝা বড়ই দায়
আপন মানুষ চেনা বড়ই দায় রে
আপন মানুষ বোঝা বড়ই দায়

চাইলে তারে যায় না ভুলা
বুকের ভিতর কষ্টের মেলা
চাইলে তারে যায় না ভুলা
বুকের ভিতর কষ্টের মেলা
আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়
আপনকে কাঁদায়

আপন মানুষ চেনা বড়ই দায় রে
আপন মানুষ বোঝা বড়ই দায়
আপন মানুষ চেনা বড়ই দায় রে
আপন মানুষ বোঝা বড়ই দায়

বাবুই পাখি ঘর বাধিলে হয় না ঘরে ঠাঁই
ঝড় বাদলে কাটায় রে সেই ঘরের দরজায়
পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা
আমি হলাম পথের পথিক, পথেই ঠিকানা

বাবুই পাখি ঘর বাধিলে হয় না ঘরে ঠাঁই
ঝড় বাদলে কাটায় রে সেই ঘরের দরজায়
পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা
আমি হলাম পথের পথিক, পথেই ঠিকানা

সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যায়
শুধুই বদলে যায়

আপন মানুষ চেনা বড়ই দায় রে
আপন মানুষ বোঝা বড়ই দায়
আপন মানুষ চেনা বড়ই দায় রে
আপন মানুষ বোঝা বড়ই দায়

স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন
সুখে থেকো ভালো থেকো করবো না বারন
মন পিঞ্জরে কষ্ট জমা সবাইকে বলতে মানা
আমি হলাম পথের পথিক সবই আমার চেনা

স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন
সুখে থেকো ভালো থেকো করবো না বারন
মন পিঞ্জরে কষ্ট জমা সবাইকে বলতে মানা
আমি হলাম পথের পথিক সবই আমার চেনা

কারনে অকারনে মানুষ সহজে বদলায়
সহজে বদলায়

আপন মানুষ চিনা বড়ই দায় রে
আপন মানুষ বুঝা বড়ই দায়

চাইলে তারে যায় না ভুলা
বুকের ভিতর কষ্টের মেলা
আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়
আপনকে কাঁদায়

আপন মানুষ চেনা বড়ই দায় রে
আপন মানুষ বোঝা বড়ই দায়
আপন মানুষ চেনা বড়ই দায় রে
আপন মানুষ বোঝা বড়ই দায়



Credits
Writer(s): Jashim Uddin Akash
Lyrics powered by www.musixmatch.com

Link