Dukher Barashay

দুঃখের বরষায়
চক্ষের জল যেই নামল
বক্ষের দরজায়
বন্ধুর রথ সেই থামল
দুঃখের বরষায়

মিলনের পাত্রটি
পূর্ণ যে বিচ্ছেদ-বেদনায়
অর্পিনু হাতে তার
খেদ নাই আর মোর খেদ নাই
মিলনের পাত্রটি
পূর্ণ যে বিচ্ছেদ-বেদনায়
অর্পিনু হাতে তার
খেদ নাই আর মোর খেদ নাই

বহুদিনবঞ্চিত অন্তরে সঞ্চিত
কী আশা
চক্ষের নিমেষেই
মিটল সে পরশের তিয়াষা

এত দিনে জানলেম
যে কাঁদন কাঁদলেম
সে কাহার জন্য
ধন্য এ জাগরণ
ধন্য এ ক্রন্দন
ধন্য রে ধন্য

এত দিনে জানলেম
যে কাঁদন কাঁদলেম
সে কাহার জন্য
ধন্য এ জাগরণ
ধন্য এ ক্রন্দন
ধন্য রে ধন্য

দুঃখের বরষায়
চক্ষের জল যেই নামল
বক্ষের দরজায়
বন্ধুর রথ সেই থামল
দুঃখের বরষায়



Credits
Writer(s): Dwijen Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link