Raater Songe Palla Diye

রাতের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে সূর্য এলো
পাহাড় বেয়ে উঠে হার মেনেছে রাতের অন্ধকার
সকাল দিলো হাসতে হাসতে দেখা
কীসের জন্য মুখ লুকোবে একা?
সাহস করে বাঁচাই তো দরকার

রাতের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে সূর্য এলো
পাহাড় বেয়ে উঠে হার মেনেছে রাতের অন্ধকার
সকাল দিলো হাসতে হাসতে দেখা
কীসের জন্য মুখ লুকোবে একা?
সাহস করে বাঁচাই তো দরকার

সাহস করে, সাহস করে, সাহস করে, সাহস করে
সাহস করে বাঁচাই তো দরকার

পুবের আকাশ আশার রঙে মেশা হাওয়ায় দোলে
বেঁচে থাকার নেশা পাখির ডানায় দুরন্ত যৌবন
গাছের ডালে ফুটন্ত রোদ্দুর স্লোগান তুলছে
যাবোই অনেক দূর, হাতছানিতে ডাকছি সারাক্ষণ

রাতের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে সূর্য এলো
পাহাড় বেয়ে উঠে হার মেনেছে রাতের অন্ধকার
সকাল দিলো হাসতে হাসতে দেখা
কীসের জন্য মুখ লুকোবে একা?
সাহস করে বাঁচাই তো দরকার

সাহস করে, সাহস করে, সাহস করে, সাহস করে
সাহস করে বাঁচাই তো দরকার

ছুটছে সড়ক, কাছের থেকে দূরে
ছোটার ছন্দ এই গিটারের সুরে
ছয় তারে তার ছ'খানা মরশুম
বর্ষা ছোটে শরৎকালের টানে
সময় ছোটে এগিয়ে চলার গানে
গাইতে গাইতে ভাঙাও রাতের ঘুম

হাটের পথে সবজি বোঝাই ঝুড়ি
টায়ার ঘেঁষে ছিটকে যাচ্ছে নুড়ি
বাসের চাকা ধূলোয় একাকার
জানলা দিয়ে সকালটাকে দেখা
কীসের জন্য মুখ লুকোবে একা?
সাহস করে বাঁচাই তো দরকার

সাহস করে, সাহস করে, সাহস করে, সাহস করে
সাহস করে বাঁচাই তো দরকার



Credits
Writer(s): Anupam Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link