Ere Bhikhari Sajaye Ki Rango Tumi Korile

এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে
এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে
হাসিতে আকাশ ভরিলে
এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে

পথে পথে ফেরে, দ্বারে দ্বারে যায়
ঝুলি ভরি রাখে যাহা-কিছু পায়
কতবার তুমি পথে এসে, হায়
ভিক্ষার ধন হরিলে

এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে
এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে

ভেবেছিল চির-কাঙাল সে এই ভুবনে
কাঙাল মরণে জীবনে
ওগো মহারাজা, বড়ো ভয়ে ভয়ে
দিনশেষে এল তোমারি আলয়ে
আধেক আসনে তারে ডেকে লয়ে
নিজ মালা দিয়ে বরিলে

এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে
এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে
হাসিতে আকাশ ভরিলে
এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link