Amader Parai Parai Khepiyea Berai

আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায়
কোন খেপা সে
আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায়
কোন খেপা সে
আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায়
কোন খেপা সে

ওরে আকাশ জুড়ে মোহন সুরে
কী যে বাজে কোন বাতাসে
ওরে আকাশ জুড়ে মোহন সুরে
কী যে বাজে কোন বাতাসে

আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায়
কোন খেপা সে
আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায়
কোন খেপা সে

গেল রে গেল বেলা, পাগলের কেমন খেলা
ডেকে সে আকুল করে, দেয় না ধরা
গেল রে গেল বেলা, পাগলের কেমন খেলা
ডেকে সে আকুল করে, দেয় না ধরা

তারে কানন-গিরি খুঁজে ফিরি
কেঁদে মরি কোন হুতাশে
তারে কানন-গিরি খুঁজে ফিরি
কেঁদে মরি কোন হুতাশে

আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায়
কোন খেপা সে
আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায়
কোন খেপা সে

গেল রে গেল বেলা, পাগলের কেমন খেলা
ডেকে সে আকুল করে, দেয় না ধরা
গেল রে গেল বেলা, পাগলের কেমন খেলা
ডেকে সে আকুল করে, দেয় না ধরা

তারে কানন-গিরি খুঁজে ফিরি
কেঁদে মরি কোন হুতাশে
তারে কানন-গিরি খুঁজে ফিরি
কেঁদে মরি কোন হুতাশে

আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায়
কোন খেপা সে
আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায়
কোন খেপা সে
আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায়
কোন খেপা সে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link