Kichukhan Aro Na Hoy Rohite Kache - Retro Recreations

তুমি নাহয় রহিতে কাছে
কিছুক্ষণ আরো নাহয় রহিতে কাছে

কিছুক্ষণ আরো নাহয় রহিতে কাছে
আরো কিছু কথা নাহয় বলিতে মোরে
কিছুক্ষণ আরো নাহয় রহিতে কাছে
আরো কিছু কথা নাহয় বলিতে মোরে

এই মধুক্ষণ মধুময় হয়ে নাহয় উঠিতো ভরে
আরও কিছু কথা নাহয় বলিতে মোরে

কিছুক্ষণ আরো নাহয় রহিতে কাছে

সুরে সুরভিতে নাহয় ভরিতো বেলা
মোর এলোচুল লয়ে বাতাস করিতো খেলা
সুরে সুরভীতে না হয় ভরিতো বেলা
মোর এলোচুল লয়ে বাতাস করিতো খেলা

ব্যাকুল কত না বকুলের কুঁড়ি রয়ে রয়ে যেতো ঝরে
ওগো, নাহয় রহিতে কাছে

কিছুক্ষণ আরও নাহয় রহিতে কাছে

কিছু নিয়ে-দিয়ে, ওগো মোর মনোময়
কিছু নিয়ে-দিয়ে, ওগো মোর মনোময়
সুন্দরতর হতো না কি বলো একটু ছোঁয়ার পরিচয়

ভাবের লীলায় নাহয় ভরিতো আঁখি
আমারে নাহয় আরো কাছে নিতে ডাকি
ভাবের লীলায় নাহয় ভরিতো আঁখি
আমারে নাহয় আরো কাছে নিতে ডাকি

নাহয় শোনাতে মরমের কথা মোর দু'টি হাত ধরে
ওগো, নাহয় রহিতে কাছে

কিছুক্ষণ আরো নাহয় রহিতে কাছে
আরো কিছু কথা নাহয় বলিতে মোরে
কিছুক্ষণ আরো নাহয় রহিতে কাছে



Credits
Writer(s): Gauriprasanna Mazumder
Lyrics powered by www.musixmatch.com

Link