Mon Kare Jeno Chay

মন কারে যেন চায়
রিমঝিম রিমঝিম শ্রাবণধারায়
রিমঝিম রিমঝিম শ্রাবণধারায়

মন কারে যেন চায়
রিমঝিম রিমঝিম শ্রাবণধারায়

যেখানে এ আকাশ এখনও নীল
যেখানে পাখা মেলে শঙ্খচিল
যেখানে এ আকাশ এখনও নীল
যেখানে পাখা মেলে শঙ্খচিল

সেখানে সারাদিন বাতাসে বাজে বিন
আমি তো মনোলীন সুরধারায়
সেখানে সারাদিন বাতাসে বাজে বিন
আমি তো মনোলীন সুরধারায়

মন কারে যেন চায়
রিমঝিম রিমঝিম শ্রাবণধারায়

এপারে মেঘে মেঘে গেল বেলা
ওপারে ফুলে ফুলে কত যে রং
এখানে ফুরাল যে মধুমেলা
ওপারে বুঝি তাই হারাল মন

কত যে মনে মনে সেধেছি তান
কত যে ক্ষণে ক্ষণে গেয়েছি গান
কত যে মনে মনে সেধেছি তান
কত যে ক্ষণে ক্ষণে গেয়েছি গান

এখন মনে হয় সে যেন কিছু নয়
শুধু যে এ হৃদয় পথ হারায়
এখন মনে হয় সে যেন কিছু নয়
শুধু যে এ হৃদয় পথ হারায়

মন কারে যেন চায়
রিমঝিম রিমঝিম শ্রাবণধারায়
রিমঝিম রিমঝিম শ্রাবণধারায়



Credits
Writer(s): Sukumar Mitra, Amitabha Naha
Lyrics powered by www.musixmatch.com

Link