Nisha Lagilo Re

নিশা লাগিলো রে
বাঁকা দুই নয়নে নিশা (লাগিলো রে)
নিশা লাগিলো রে
বাঁকা দুই নয়নে নিশা লাগিলো রে
হাসন রাজা পেয়ারির প্রেমে মজিলো রে
হাসন রাজা পেয়ারির প্রেমে মজিলো রে

নিশা লাগিলো রে
বাঁকা দুই নয়নে নিশা লাগিলো রে
নিশা লাগিলো রে
বাঁকা দুই নয়নে নিশা লাগিলো রে

ছটফট করে হাসন দেখিয়া চাঁদমুখ
(দেখিয়া চাঁদমুখ)
ছটফট করে হাসন দেখিয়া চাঁদমুখ
হাসন জানের মুখ দেখি'
(হাসন জানের মুখ দেখি')
হাসন জানের মুখ দেখি' জনমের গেল সুখ

নিশা লাগিলো রে
বাঁকা দুই নয়নে নিশা (লাগিলো রে)
নিশা লাগিলো রে
বাঁকা দুই নয়নে নিশা লাগিলো রে

হাসন জানের রূপটা দেখি ফাল দি ফাল দি ওঠে
(ফাল দি ফাল দি ওঠে)
হাসন জানের রূপটা দেখি ফাল দি ফাল দি ওঠে
ছিঁড়াবাড়া হাসন রাজা
(ছিঁড়াবাড়া হাসন রাজা)
ছিঁড়াবাড়া হাসন রাজা বুকের মাঝে ফুটে

নিশা লাগিলো রে
বাঁকা দুই নয়নে নিশা (লাগিলো রে)
(নিশা লাগিলো রে)
বাঁকা দুই নয়নে নিশা (লাগিলো রে)
হাসন রাজা পেয়ারির প্রেমে মজিলো রে
হাসন রাজা পেয়ারির প্রেমে মজিলো রে

নিশা লাগিলো রে
বাঁকা দুই নয়নে নিশা (লাগিলো রে)
নিশা লাগিলো রে
বাঁকা দুই নয়নে নিশা লাগিলো রে
বাঁকা দুই নয়নে নিশা লাগিলো রে
বাঁকা দুই নয়নে নিশা লাগিলো রে



Credits
Writer(s): Hason Raja
Lyrics powered by www.musixmatch.com

Link