Ogo Ke Dako Amay

ওগো কে, কে, কে ডাকো আমায় দু-বাহু বাড়ায়ে, ওগো কে?
তারায়-তারায়, আকাশে-বাতাসে ফুলের গন্ধ হয়ে
কে, কে, কে ডাকো আমায় দু-বাহু বাড়ায়ে, ওগো কে?
তারায়-তারায়, আকাশে-বাতাসে ফুলের গন্ধ হয়ে
কে, কে, কে ডাকো আমায়?

বড়োই বাঁধনে বাঁধা আছি
ছাড়িতে চাহি তারে, ছাড়াতে গেলে ব্যথা বাজে এ প্রাণে
বড়োই বাঁধনে বাঁধা আছি
ছাড়িতে চাহি তারে, ছাড়াতে গেলে ব্যথা বাজে এ প্রাণে
বড়োই বাঁধনে বাঁধা আছি
তবু কূলহারা নদীর গানে গানে

কে, কে, কে ডাকো আমায় দু-বাহু বাড়ায়ে, ওগো কে?
তারায়-তারায়, আকাশে-বাতাসে ফুলের গন্ধ হয়ে
কে, কে, কে ডাকো আমায়?

কী যেন হারায়ে ভুলে গেছি
শুধু যে মনে পড়ে মনের বীণার ছিঁড়েছিল তার
কী যেন হারায়ে ভুলে গেছি
শুধু যে মনে পড়ে মনের বীণার ছিঁড়েছিল তার
কী যেন হারায়ে ভুলে গেছি
আজও হারানো স্মৃতির ব্যথা হয়ে

কে, কে, কে ডাকো আমায় দু-বাহু বাড়ায়ে, ওগো কে?
তারায়-তারায়, আকাশে-বাতাসে ফুলের গন্ধ হয়ে
কে, কে, কে ডাকো আমায়?



Credits
Writer(s): Salil Choudhury
Lyrics powered by www.musixmatch.com

Link