Holo Je E Ki Lochha

হলো যে এ কী लोचा রে
চাচা রে, প্রাণ বাঁচা রে
কী মুশকিল, কী করি? আজ किस्मत भिखारी
যেদিকে তাকাই, ভাই, সাগর শুকিয়ে যায়

হায়!
কী কপাল, হায়!
কী কপাল, হায়!

হলো যে এ কী लोचा রে
চাচা রে, প্রাণ বাঁচা রে

এ যে দারুণ দেশ, লোকগুলো অচেনা
বাংলা ভাষাটাই শুধু এরা বোঝে না
তবু এদের মন যে কথায় গানে
যে অনুভবে চোখে স্বপ্নকে মানে

সেই ভাষায় কাছে ডেকে
বোঝাবো আমার ব্যথাটাকে

কী কপাল, হায়!
কী কপাল, হায়!

এসেছি এই দেশে কত আশা নিয়ে
সে আশা কান্নাতে গেল আজ ধুয়ে
শিল্পী মনে চায় শিল্পের আদর
পারে না সইতে তার কোনো অনাদর

তবু যে আজ মাঝপথে
হলো সবই মেনে নিতে

কী কপাল, হায়!
কী কপাল, হায়!
কী কপাল, হায়!

হলো যে এ কী लोचा রে
চাচা রে, প্রাণ বাঁচা রে
কী মুশকিল, কী করি? আজ किस्मत भिखारी
যেদিকে তাকাই, ভাই, সাগর শুকিয়ে যায়

হায়!
কী কপাল, হায়!
কী কপাল, হায়!
কী কপাল, হায়, হায়, হায়, হায়, হায়!



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link