Aaji Nandadulaler Sathe

আজি নন্দদুলালের সাথে
ঐ খেলে ব্রজনারী হোরি
আজি নন্দদুলালের সাথে
খেলে ব্রজনারী হোরি

কুঙ্কুম-আবির হাতে
দেখ, কুঙ্কুম-আবির হাতে
দেখ, খেলে শ্যামল খেলে গোরী
কুঙ্কুম-আবির হাতে
খেলে শ্যামল খেলে গোরী
খেলে শ্যামল খেলে গোরী

খেলে ব্রজনারী হোরি
আজি নন্দদুলালের সাথে
খেলে ব্রজনারী হোরি

থালে রাঙা ফাগ
নয়নে রাঙা রাগ
থালে রাঙা ফাগ
নয়নে রাঙা রাগ
ঝরিছে রাঙা সোহাগ
রাঙা পিচ্ কারি ভরি

খেলে ব্রজনারী হোরি
আজি নন্দদুলালের সাথে
খেলে ব্রজনারী হোরি

পলাশ শিমুলে ডালিম ফুলে
রঙনে অশোকে মরি মরি
ফাগ-আবির ঝরে তরুলতাই চরাচরে
ফাগ-আবির ঝরে তরুলতাই চরাচরে
খেলে কিশোর কিশোরী

আজি নন্দদুলালের সাথে
খেলে ব্রজনারী হোরি

চাঁদ রূপালি থালে জোছনা-আবির ঢালে
চাঁদ রূপালি থালে জোছনা-আবির ঢালে
রঙে রাঙা চকোর চকোরী
দোলন চাঁপার শাখে দোয়েল শ্যামা ডাকে
দোলন চাঁপার শাখে দোয়েল শ্যামা ডাকে
আজি দোল-পূর্ণিমা স্মরি

আজি নন্দদুলালের সাথে
খেলে ব্রজনারী হোরি
আজি নন্দদুলালের সাথে
খেলে ব্রজনারী
খেলে ব্রজনারী
খেলে ব্রজনারী হোরি



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link