Sondhepakhi

যখন বুকে ঝাঁপায় এসে কুঠার
সত্যি কে সব মিথ্যে বলে ডাকে
হঠাৎ যখন হাত ছাড়ে বন্ধুতা
বাধ্য হয়ে স্মরণ করি তাঁকে

গানের কোনো অচেনা অন্তরায়
অপ্রত্যাশার সুর যেখানে সহজ
জীবন আমায় অনেক পথে ঘোরায়
সব তরী তো যায় না শিলাইদহ

প্রশ্ন তবু ভাবায় নানান ঘেরে
বাসভূমিতে যারা দীপান্তরী
আকাশ জুড়ে সন্ধেপাখি ফেরে
রাতের কাছে আগুন জড়ো করি

এই দেশই কি জন্মদিনের মাটি
এই বাতাসেই আবির ছিল তবে
সরিয়ে রেখে আদত রচনাটি
আমরা এখন মজেছি উৎসবে

কোথায় যাবো তার উপশম ছাড়া
কোথায় পাবো জটিল নিরাময়
মানুষ লেগে একলা হলো পাড়া
তাঁর বাড়িতেই পড়তে যেতে হয়

সন্ধেপাখি আকাশ জুড়ে দেখা
যাই যেরকম, ফিরেও আসি সেই
রবিঠাকুর দাঁড়িয়ে থাকেন একা
তাঁর তো কোনো রবীন্দ্রনাথ নেই



Credits
Writer(s): Joy Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link