Dhak Baje Dhol Baje

ঢাক বাজে, ঢোল বাজে
বাদ্যের ঘটা
ঘড়িতে এখন ঠিক বেজেছে ১২টা

ঢাক বাজে, ঢোল বাজে
বাদ্যের ঘটা
ঘড়িতে এখন ঠিক বেজেছে ১২টা

দরজা খুলেছে ওরা
বর্গিরা এল
শেষমেশ বিদেশিরা তালুকটা পেল

ঢাক বাজে, ঢোল বাজে
বাদ্যের ঘটা
ঘড়িতে এখন ঠিক বেজেছে ১২টা

VRS নিয়ে নাও, মোটা টাকা পাবে
ঘরে বসে একা একা মালপোয়া খাবে
VRS নিয়ে নাও, মোটা টাকা পাবে
ঘরে বসে একা একা মালপোয়া খাবে

তোমার আসনে কেউ আসবে না আর
অফিস চালাবে একা computer

বিনিয়োগ করে ফেল পড়ে পাওয়া পুঁজি
এই অনিয়মে এসো আনন্দ খুঁজি
ভোর থেকে শুরু হোক হিসেবে নিকেশ
সুখে থাকো বারোয়ারি আমার স্বদেশ

ঢাক বাজে, ঢোল বাজে
বাদ্যের ঘটা
ঘড়িতে এখন ঠিক বেজেছে ১২টা

আগামীতে কোনো কাজ কোনভাবে হবে
ভেব না সে সব কথা অধুনা পরবে
আগামীতে কোনো কাজ কোনভাবে হবে
ভেব না সে সব কথা অধুনা পরবে

আজকের দিনটুকু পার করে দিলে
ভুলে যেয়ো তুমিও যেখানে ভিজেছিলে

ঢাক বাজে, ঢোল বাজে
বাদ্যের ঘটা
ঘড়িতে এখন ঠিক বেজেছে ১২টা

দরজা খুলেছে ওরা
বর্গিরা এল
শেষমেশ বিদেশিরা তালুকটা পেল

ঢাক বাজে, ঢোল বাজে
বাদ্যের ঘটা
ঘড়িতে এখন ঠিক বেজেছে ১২টা

ঢাক বাজে, ঢোল বাজে
বাদ্যের ঘটা
ঘড়িতে এখন ঠিক বেজেছে ১২টা



Credits
Writer(s): Kabir Suman
Lyrics powered by www.musixmatch.com

Link