Hani Alkadir Gaan (Original)

আরও একটু দূর, গেলে জল পাবে দুপুর
আরও একটু খুলবে, এই আকাশ
পথে হল ভুল, তাই trigger এ আঙ্গুল
তবু কারা লিখছে ইতিহাস

যেখানে ভোরের নাম, দেয় সেলাম, সেখানে যাওয়া
কে জানে ভুল না ঠিক, পালটে দিক, নতুন এই হাওয়া
যেখানে ভোরের নাম, দেয় সেলাম, সেখানে যাওয়া
কে জানে ভুল না ঠিক, পালটে দিক, নতুন এই হাওয়া

শোনো, কেটে গেল কত দিন, বেসামাল বেদুইন
দেখা হোক দ্বিধাহীন, ফের যদি দেখা হয়
গোনো, কেটে গেল কত রাত, বেখায়াল বেহায়াত
তবু হাতে রাখো হাত, ঠিক পাল্টাবে সময়

আরও এক মুঠো, জুটে যাবে খড়কুটো
ঠোঁটে যেমন grenade জুটে যায়
ব্যর্থতা বাতিল, জ্বলে উঠবে অন্তমিল
বারুদ মিশে আছে, কবিতায়

যেখানে ছুটছে মন, সম্মোহন, সেখানে যাওয়া
না, কোনো শর্ত নেই, দিন পালটাবেই, নতুন এই হাওয়া
যেখানে ছুটছে মন, সম্মোহন, সেখানে যাওয়া
না, কোনো শর্ত নেই, দিন পালটাবেই, নতুন এই হাওয়া

শোনো, কেটে গেল কতদিন, বেসামাল বেদুইন
দেখা হোক দ্বিধাহীন, ফের যদি দেখা হয়
গোনো, কেটে গেল কত রাত, বেখায়াল বেহায়াত
তবু হাতে রাখো হাত, ঠিক পাল্টাবে সময়

শোনো, কেটে গেল কতদিন, বেসামাল বেদুইন
দেখা হোক দ্বিধাহীন, ফের যদি দেখা হয়
গোনো, কেটে গেল কত রাত, বেখায়াল বেহায়াত
তবু হাতে রাখো হাত, ঠিক পাল্টাবে সময়



Credits
Writer(s): Indraadip Dasgupta, Srijato
Lyrics powered by www.musixmatch.com

Link