Ekla Khilan

একলা খিলান সংখ্যাগুনে মানুষের যাতায়াত
ইতিহাস যমে গোপনে বদলায় বাসস্থান
গুমরে মোর গুম বিলয় চার দেয়ালের পাহারায়
বেনামি বি দেহে খুঁজে জীবিত পরিচয়
বহুদিন যে স্মৃতি ছিল ধুলোর চাদরে
জেগে উঠে নিমিষে প্রোপন আনাদরে

থেমেছিল নিঃশ্বাস যার হঠাৎ অচিরে
কম্বন তার কমেনি আজও হৃদয় গভীরে

অনায় কালো রাত
ভুলে যাওয়া আঘাত
মনের কারাগারে ফের হানে আর্তনাদ
ছায়াপথ ক্লান্ত কার মুক্তি প্রার্থনা
এমনি তো ফের মরে কি অবয়ব বারুদ স্পষ্ট হয়
আরো স্পষ্ট হয়
আরো স্পষ্ট হয়



Credits
Writer(s): Anubhab Bhattacharya, Swapnopriyo Dey Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link