Na Tomar Choukathe Qayam

না তোমার চৌকাঠে কায়েম
তো জীবনভর নই আমি

না তোমার চৌকাঠে কায়েম
তো জীবনভর নই আমি
না তোমার চৌকাঠে কায়েম
তো জীবনভর নই আমি
ছাই এমন বাঁচায় আমার
কেন যে পাথর নই আমি?

না তোমার চৌকাঠে কায়েম
তো জীবনভর নই আমি
ছাই এমন বাঁচায় আমার
কেন যে পাথর নই আমি?

না তোমার চৌকাঠে কায়েম
তো জীবনভর নই আমি

কেন যে ঈশ্বর পৃথিবী
মুছে দিতে চায় আমায়
কেন যে ঈশ্বর পৃথিবী
মুছে দিতে চায় আমায়

দুনিয়ার পাতায় ফিরে আসবো
সে আখর নই আমি
দুনিয়ার পাতায় ফিরে আসবো
সে আখর নই আমি
ছাই এমন বাঁচায় আমার
কেন যে পাথর নই আমি?

না তোমার চৌকাঠে কায়েম
তো জীবনভর নই আমি

পায়ে রাখি ঠোঁট যদি
বারণ কেন করো আমায়
পায়ে রাখি ঠোঁট যদি
বারণ কেন করো আমায়
পায়ে রাখি ঠোঁট যদি
বারণ কেন করো আমায়

বলো না আজকে আকাশে
রোদ বরাবর নই আমি
বলো না আজকে আকাশে
রোদ বরাবর নই আমি
ছাই এমন বাঁচায় আমার
কেন যে পাথর নই আমি?

না তোমার চৌকাঠে কায়েম
তো জীবনভর নই আমি

পাচ্ছো রুজি যার থেকে
গাও আজকে সে রাজারই নাম
পাচ্ছো রুজি যার থেকে
গাও আজকে সে রাজারই নাম

আর তো নেই সেই দিন, গালিব
বলতে যে চাকর নই আমি
আর তো নেই সেই দিন, গালিব
বলতে যে চাকর নই আমি
ছাই এমন বাঁচায় আমার
কেন যে পাথর নই আমি?

না তোমার চৌকাঠে কায়েম
তো জীবনভর নই আমি
না তোমার চৌকাঠে কায়েম
তো জীবনভর নই আমি



Credits
Writer(s): Srijato
Lyrics powered by www.musixmatch.com

Link