Bhul Koreche Bhul (Kuler Achaar") [Original]

ভুল করেছে ভুল
তোমার এলো চুল
ভুল করেছি এই মধুমাসের বেলায়

ভুল করেছে ভুল
তোমার এলো চুল
ভুল করেছি এই মধুমাসের বেলায়

আমি পদ্ম পাতার জল
তুমি নাম না জানা ফুল
আমি রহস্যের রাজপথ
তুমি পালিয়েছো ইস্কুল

ভুল করেছে ভুল
তোমার এলো চুল
ভুল করেছি এই মধুমাসের বেলায়

তোমার কাছে হয়তো এসব
নিছক খেলাঘর
তবু ঘুম পেয়ে যায় ঘুম ভাঙানোর পর?

তোমার কাছে হয়তো এসব
নিছক খেলার ঘর
কেন ঘুম পেয়ে যায় ঘুম ভাঙানোর পর?

তুমি পদ্ম পাতার জল
আমি নাম না জানা ফুল
আমি রহস্যের রাজপথ
তুমি পালিয়েছো ইস্কুল

ভুল করেছে ভুল
তোমার এলো চুল
ভুল করেছি এই মধুমাসের বেলায়

ভুল করেছে ভুল
তোমার এলো চুল
ভুল করেছি এই মধুমাসের বেলায়



Credits
Writer(s): Mainak Mazoomdar, Prasen
Lyrics powered by www.musixmatch.com

Link