Cholre Cholre Bhai (Original)

(চল রে, চল রে, ভাই, চল রে, চল রে, ভাই)
(চল রে, চল রে, ভাই, চল রে)
(চল রে, চল রে, ভাই, চল রে, চল রে, ভাই)
(চল রে, চল রে, ভাই, চল রে)

শোন রে সময় বলছে
সময় এলো সৃষ্টির
আজকে আকাশ জ্বলছে
কাল সে হবে বৃষ্টি

এ মাটির বুকেও প্রেম আছে (প্রেম আছে, প্রেম আছে)
কষ্ট জানি বুঝবে (বুঝবে, বুঝবে)
এ মাটির বুকেও প্রেম আছে
কষ্ট জানি বুঝবে

তোমার ভালোবাসা জিতবে
আমার ভালোবাসা জিতবে

(চল রে, চল রে, ভাই, চল রে, চল রে, ভাই)
(চল রে, চল রে, ভাই, চল রে)
(চল রে, চল রে, ভাই, চল রে, চল রে, ভাই)
(চল রে, চল রে, ভাই, চল রে)

আশা, মনে জাগে আশা
আজ তোমার ছোঁয়াতে
স্বপ্ন, এ সবুজ স্বপ্ন
দেখি ভালোবাসাতে

আশা, মনে জাগে আশা
আজ তোমার ছোঁয়াতে
স্বপ্ন, এ সবুজ স্বপ্ন
দেখি ভালোবাসাতে

ঐ নদীর মনেও প্রেম আছে (প্রেম আছে, প্রেম আছে)
স্বপ্ন সে তো বুঝবে (বুঝবে, বুঝবে)
ঐ নদীর মনেও প্রেম আছে
স্বপ্ন সে তো বুঝবে

তোমার ভালোবাসা জিতবে
আমার ভালোবাসা জিতবে

(চল রে, চল রে, ভাই, চল রে, চল রে, ভাই)
(চল রে, চল রে, ভাই, চল রে)
(চল রে, চল রে, ভাই, চল রে, চল রে, ভাই)
(চল রে, চল রে, ভাই, চল রে)

রোদ্দুর, সোনালী রোদ্দুর
খেলবে সোনার ফসলে
খুশি, জীবনের খুশি
দেবো তোমার আঁচলে

রোদ্দুর, সোনালী রোদ্দুর
খেলবে সোনার ফসলে
খুশি, জীবনের খুশি
দেবো তোমার আঁচলে

ঐ আকাশ মনেও প্রেম আছে (প্রেম আছে, প্রেম আছে)
স্বপ্ন সেও বুঝবে (বুঝবে, বুঝবে)
ঐ আকাশ মনেও প্রেম আছে
স্বপ্ন সেও বুঝবে

তোমার ভালোবাসা জিতবে
আমার ভালোবাসা জিতবে

(চল রে, চল রে, ভাই, চল রে, চল রে, ভাই)
(চল রে, চল রে, ভাই, চল রে)
চল রে, চল রে (চল রে, চল রে, ভাই, চল রে, চল রে, ভাই)
চল রে, চল রে (চল রে, চল রে, ভাই, চল রে)

চল রে, চল রে (চল রে, চল রে, ভাই, চল রে, চল রে, ভাই)
চল রে, চল রে (চল রে, চল রে, ভাই, চল রে)
চল রে, চল রে (চল রে, চল রে, ভাই, চল রে, চল রে, ভাই)
চল রে, চল রে (চল রে, চল রে, ভাই, চল রে)



Credits
Writer(s): Priyo Chattopadhyay, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link