Naam Amar Kishore Kumar Ganguly

নাম আমার
নাম আমার কিশোর কুমার গাঙ্গুলী
রবি ঠাকুর যে ভাষাতে বলতো কথা, তাই বলি
রবি ঠাকুর যে ভাষাতে বলতো কথা, তাই বলি
নাম আমার কিশোর কুমার গাঙ্গুলী
ওহে ব্যানার্জী নয়, মুখার্জী নয়, চ্যাটার্জী নয়, গাঙ্গুলী
নাম আমার কিশোর কুমার গাঙ্গুলী

আহা, গল্প হলেও সত্যি কথা বলছি, সবাই শোনো
রূপ কাহিনী রূপকথা নয়, আজগুবি নয় কোনো
আমার গানের বন্ধুরা সব মন দিয়ে আজ শোনো
ও ভাই, মন দিয়ে আজ শোনো

এক যে ছিল দুষ্ট ছেলে, বেজায় রকম কালো
কেবল লেখাপড়ায় অষ্টরম্ভা, মনটা ছিল ভালো
ও তার মনটা ছিল ভালো
এমনিতে সে চালাক চতুর, মোটেই সে নয় বোকা
আদর করে ডাকতো সবাই গাইয়ে বাবু খোকা

খান্ডুয়াবাসী বোম্বে বাজার সেই ছেলেটার বাড়ি
তাড়ির দোকান গাঁজা গোদাম সামনে ছিল তারই
পালিয়ে যেত খেলার মাঠে যেথায় সারা বেলা
বন্ধুরা সব জুটতো এসে, খেলতো নানা খেলা
কয়েন তো, সেই পোলাটা কেডা?
ওটা আমি গো, আমি

ব্যানার্জী নয়, মুখার্জী নয়, চ্যাটার্জী নয়, গ্যাঙ্গার্জী
নাম আমার কিশোর কুমার গাঙ্গুলী
আমি বোম্বেবাসী, আজ প্রবাসী, তবু খাঁটি বাঙ্গালী
নাম আমার কিশোর কুমার গাঙ্গুলী

Halt!
আমার বাবা ছিলেন রাশভারী লোক B.A.B.L. কুঞ্জলাল
উঠলে রেগে যেতেন ক্ষেপে, মুখটা যে তার হতো লাল
বাবা ছিলেন পেশায় উকিল, নেশায় যে তার ছিল গান
বন্ধুরা সব আসতো-যেতো, বাবার ছিলো দরাজ প্রাণ

বাবার খুব শখ ছিলো
উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন
আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন
খোকা, ওরে খোকা, শুনিয়ে দে সকলকে
অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি
আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি
কত সম্মান, কত cash, কত কড়ি
তখন আমি কি গান গাইতুম জানেন?

मैं बन की चिड़िया
बन के बन बन बोलूँ रे
मैं बन का पंछी
बन के संग संग डोलूँ रे

दिया जलाओ
जगमग जगमग
दिया जलाओ
जगमग जगमग
जगमग जगमग
जगमग जगमग
दिया जलाओ

নিশিতে যাইও ফুলবনে
নিশিতে যাইও ফুলবনে রে ভ্রোমরা
নিশিতে যাইও ফুলবনে
ওই লালা, ঠিং লালা, ওই লালা, ঠিং

দাদামণির গান শুনিয়ে পেতাম একটি টাকা
শচীন কর্তার ভাটিয়ালী গেয়ে পেতাম আড়াই টাকা
চুক্তি ছিলো সায়গল সাহেবের গানে পাঁচটি টাকা

সবার যিনি অশোক কুমার, আমার দাদামণি
তার কাছেতেই হাতেখড়ি, আমার পরশমণি
আমার দিদিমণির গানের গলা মিষ্টি ছিলো ভারী
দিদি আমার গানের গুরু, শিষ্য আমি তারই
এমনি করে রঙে-রসে ভরে ছিলো দিনগুলি
ছোটবেলার কিশোর এখন কিশোর কুমার
হারিয়েছে গাঙ্গুলী

বুঝলেন না? বোঝাচ্ছি
আমি গায়ক হলাম, খুব নাম হলো
আমি অভিনেতা হলাম, আরও নাম হলো

अरे कायर, निकलता कियूं नहीं बहार
पूजा कर उस औरत की
जो तेरे जूते खोलने में अपना स्वर्गो समझती है
मगर तू तो उस औरत की पूजा कर रहा है
जिसके जूते तुझे खोलने पड़ते है

হঠাৎ, হঠাৎ আমার জীবনের আকাশে উঠলো ঝড়
ঝড় না, ঝড় না, কর, আয়কর
আয়কর আমায় করলো দেশান্তর
সংসারে সঙ সেজে থাকা লাগলো না পছন্দ
অবশেষে হয়ে গেলাম স্বামী কিশোরানন্দ

जय गोविंदम जय गोपालोम
जय गोविंदम जय गोपालोम
पीछे पड़ गया इनकम टैक्सोम
पीछे पड़ गया इनकम टैक्सोम

তারপর অনেক কিছুই ঘটলো
কিছু পেলাম, কিছু দিলাম, কিছু হারালাম
স্মৃতি নামের রেলগাড়িটা পিছন দিকে ছোটে
আমার মনের পর্দাতে সব ছবি হয়ে ওঠে
বেশ তো ছিলাম ছোট বেলায় মায়ের আঁচল তলে
সেই কথাটি ভেবে এখন ভাসি চোখের জলে

কিশু ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গী এলো দেশে
গানের সুরে ঘুম পাড়াতো মা যে ভালোবেসে
ঘুমপাড়ানি ছড়ায় এখন খোকন ঘুমোয় না
তারার দেশে হারিয়ে গেছে স্নেহময়ী মা



Credits
Writer(s): Amit Kumar, Shibdas Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link