Aamar Aami_(From"Aamar Aami")

পাল্টে যাচ্ছে দিন, পাল্টে যাচ্ছে রাত
পাল্টাচ্ছে এই সময়
চোখ-কান-নাকগুলো বদলে যাচ্ছে
সেই পাল্টে যাওয়ার হাওয়ায়

আজ আছি, কাল নেই, সবকিছু নিমেষেই
ছুটছে এই শহর
মনের ঘরের কথা কেউ তো জানে না
সেঁতসেঁতে ভিজে কবর

আমার আমি, তুমি হারিয়ে যেও না
আমার আমি, তুমি পাল্টে যেও না
আমার আমি, তুমি হারিয়ে যেও না
আমার আমি

উড়বে না আকাশেতে হয়তো ঘুড়ি আর
বাজবে না পুরোনো গিটার
উড়বে না আকাশেতে হয়তো ঘুড়ি আর
বাজবে না পুরোনো গিটার

ফিসফিস করে কেউ বলবে না রবিবার
ভালোবেসে "তুমি আমার"
ফিসফিস করে কেউ বলবে না রবিবার
ভালোবেসে "তুমি আমার"

তবুও স্বপ্নের এ কারখানা চোখ বুজে গড়বে
তখনও চাঁদের পাহাড়
স্বপ্নের এ কারখানা চোখ বুজে গড়বে
তখনও চাঁদের পাহাড়

এই আমার আমি, তুমি হারিয়ে যেও না
আমার আমি, তুমি পাল্টে যেও না
আমার আমি, তুমি হারিয়ে যেও না
আমার আমি

আমার আমি, তুমি হারিয়ে যেও না
আমার আমি, তুমি পাল্টে যেও না
আমার আমি, তুমি হারিয়ে যেও না
আমার আমি

আমার আমি, তুমি হারিয়ে যেও না
আমার আমি, তুমি পাল্টে যেও না
আমার আমি, তুমি হারিয়ে যেও না
আমার আমি



Credits
Writer(s): Arka Sinha, Shibasish Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link