Aay Tobe Sahochori

আয় তবে সহচরী
হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান

আন তবে বীণা
আন তবে বীণা
সপ্তম সুরে বাঁধ তবে তান

আয় তবে সহচরী
হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান

পাশরিব ভাবনা, পাশরিব যাতনা
রাখিব প্রমোদে ভরি দিবানিশি মনপ্রাণ

আন তবে বীণা
আন তবে বীণা
সপ্তম সুরে বাঁধ তবে তান

আয় তবে সহচরী
হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান

ঢালো ঢালো শশধর
ঢালো ঢালো জোছনা
সমীরণ, বহে যা রে ফুলে ফুলে ঢলি ঢলি

উলসিত তটিনী
উলসিত তটিনী
উথলিত গীতরবে খুলে দে রে মনপ্রাণ

আয় তবে সহচরী
হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান

আন তবে বীণা
আন তবে বীণা
সপ্তম সুরে বাঁধ তবে তান

আয় তবে সহচরী
হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান



Credits
Writer(s): Rabindranath Tagore, Suman Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link