Chol Khunji

চল, খুঁজি
চল, খুঁজে নিবি, চল
নীল চিঠি
কালি-ঘোলা জল

যত কিছু টুকরো ধুলো
ফেলে আসা রাস্তাগুলো
পায়ে পায়ে বয়েস উড়ো
সব কোলাহল
শীতে রোদ, আচার চুরি
ন্যাড়া ছাদ, বজ্ঞা ঘুড়ি
টিফিনের মসলা মুড়ি
খুঁজে নিবি, চল

চল, খুঁজি
চল, খুঁজে নিবি, চল

সোনা মোড়া দুপুর
রোদের হলুদ রুমাল
বাবুই পাখির বাসা
ঝড়ে খুব বেসামাল

ক্লাসরুম চোখের ডাকে
ঘুমঘুম বইয়ের ফাঁকে
নীল খাম লুকিয়ে রাখে
বুক টলমল
এক ছুটে পলাশিনী
আলগোছে হৃদয় চিনে
তোকে ছুঁয়ে ছুটির দিনে
প্রেম করি চল

ও, চল, খুঁজি
চল, খুঁজে নিবি, চল

নতুন বছর আসে
মেলায় রঙিন মুখোশ
কাঁচের চুড়ির ভীড়ে হারায়
আমার কি দোষ?

সাইকেল ঊর্ধ্বশ্বাসে
জঙ্গল নদীর পাশে
হয় ভয় সর্বনাশের
ঠোঁট ছুঁবি, চল
ইস্কুল বাড়ির ছাদে
আমড়ার টক-ঝাল স্বাদে
ঝুপ করে কী আহ্লাদে
খুব চঞ্চল

ও, চল, খুঁজি
চল, খুঁজে নিবি, চল



Credits
Writer(s): Raja Chanda, Dolaan Mainnakk
Lyrics powered by www.musixmatch.com

Link