Ami Je Sob Nite Chai

সব নিতে চাই, সব নিতে ধাই রে
আমি সব নিতে চাই
সব নিতে চাই, সব নিতে ধাই রে
আমি সব নিতে চাই

আপনাকে আজ মেলব যে বাইরে
আমি সব নিতে চাই
আপনাকে আজ মেলব যে বাইরে
আমি সব নিতে চাই

সব নিতে চাই, সব নিতে ধাই রে
আমি সব নিতে চাই
সব নিতে চাই, সব নিতে ধাই রে
আমি সব নিতে চাই

পালে আমার লাগল হাওয়া
পালে আমার লাগল হাওয়া
হবে আমার সাগর-যাওয়া
ঘাটে তরী নাই বাঁধা নাই রে
আমি সব নিতে চাই
ঘাটে তরী নাই বাঁধা নাই রে
আমি সব নিতে চাই

সব নিতে চাই, সব নিতে ধাই রে
আমি সব নিতে চাই
সব নিতে চাই, সব নিতে ধাই রে
আমি সব নিতে চাই

সুখে দুখে বুকের মাঝে
পথের বাঁশি কেবল বাজে
সকল কাজে শুনি যে তাই রে
সুখে দুখে বুকের মাঝে
পথের বাঁশি কেবল বাজে
সকল কাজে শুনি যে তাই রে

পাগলামি আজ লাগল পাখায়
পাগলামি আজ লাগল পাখায়
পাখি কি আর থাকবে শাখায়
দিকে দিকে সাড়া যে পাই রে
আমি সব নিতে চাই
দিকে দিকে সাড়া যে পাই রে
আমি সব নিতে চাই

সব নিতে চাই, সব নিতে ধাই রে
আমি সব নিতে চাই
সব নিতে চাই, সব নিতে ধাই রে
আমি সব নিতে চাই

আপনাকে আজ মেলব যে বাইরে
আমি সব নিতে চাই
আপনাকে আজ মেলব যে বাইরে
আমি সব নিতে চাই

সব নিতে চাই, সব নিতে ধাই রে
আমি সব নিতে চাই
সব নিতে চাই, সব নিতে ধাই রে
আমি সব নিতে চাই



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link