Taka Lage (From "Kacher Manush")

গাড়ি গড়াতে যেমন চাকা লাগে
গাড়ি গড়াতে যেমন চাকা লাগে
চাকা লাগে

কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে
কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে

যতই ভর ততই পকেট ফাঁকা লাগে
যত ভর ততই পকেট ফাঁকা লাগে
ফাঁকা লাগে

কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে
কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে

ঘুম ভেঙে চললো ভোলা...
ঘুম ভেঙে চললো ভোলা
নিয়ে রুজি-রুটির ঝোলা
কাজু হতে চললো ছোলা
ফকিরিতে পেটে বড় ছ্যাঁকা লাগে

কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে
কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে

কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে
কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে

আমি খোদারে ডাইকা বলি
প্রাণের কত দাম রে খোদা
ও খোদা

খোদা বলে রাজা ফকির
সবার এক আনজাম রে ভোলা
কি করবি জেনে রে তুই দাম?
ওরে কি করবি জেনে রে তুই দাম?

বলি লোকে ছি ছি করে
ফকির খালি পেটে মরে
বলি লোকে ছি ছি করে
ফকির খালি পেটে মরে

ও কেন আত্মা মরে দেহ জাগে
ও কেন আত্মা মরে দেহ জাগে
দেহ জাগে

কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে
কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে

গাড়ি গড়াতে যেমন চাকা লাগে
গাড়ি গড়াতে যেমন চাকা লাগে
চাকা লাগে

কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে
কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে

কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে
কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে

ও খোদা... ও খোদা রে



Credits
Writer(s): Nilayan Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link